আইন উপদেষ্টা বলেন, যারা আয়নাঘর, গুম, খুন, নির্যাতন, রাষ্ট্রের সম্পদ লুট, মানবাধিকার লংঘন, ভোটাধিকার হরণ করেছে তাদের সেফ এক্সিট প্রয়োজন। সেই সেফ এক্সিটের জন্য আমরা কাজ করছি। আশা করছি, দেশবাসীকে আমরা সেটা দেওয়ার সূচনা করতে পেরেছি।
আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র জলাবন রাতারগুল। স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।